ত্রিপুরা সফরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান
দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম অবস্থিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শনে আসেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান, উনার সফরসঙ্গী হিসেবে ছিলেন চেয়ারম্যান আদিত্য মিশ্রা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পরিদর্শনকারী দল সাব্রুম মৈত্রী ব্রিজ এবং আই সি পি পরিদর্শন করে খতিয়ে দেখেন কাজকর্মের অগ্রগতি। সাব্রুম ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু সফর শেষে ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান জানান, আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে মৈত্রী ব্রিজের উপর দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত। পরিকাঠামোগত বিষয়গুলি পরিদর্শনের জন্য আসেন ভারত-বাংলা দু'দেশের কর্মকর্তারা । #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?