Tripura : তীব্র জল সংকটে ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা |
Tripura : তীব্র জল সংকটে ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা |
জল জীবন মিশন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ত্রিপুরার অনেক এলাকা। ত্রিপুরা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের কাঞ্চনমালা এস বি স্কুলের দক্ষিণ পাড়ায় গত দুই থেকে আড়াই মাস ধরে তীব্র জলের সংকট দেখা দিয়েছে। ওই পাড়ায় কমপক্ষে ৫০ থেকে ৬০ টি পরিবারের বসবাস। পাড়ায় এতদিন ধরে ১ নং ওয়ার্ডে বসানো একটি জলের পাম্প মেশিন থেকে জল পেত মানুষ। কিন্তু, কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি জলের পাম্প মেশিন বসানো হয়, কিন্তু এখনো এই জলের পাম্প মেশিনটি সঠিকভাবে চালু হয়নি। তার আগেই গত দুই থেকে আড়াই মাস আগে ওই পাড়ায় পুরোনো জলের পাইপ লাইন কেটে দেওয়া হয়। তারপর আচমকাই ঐ পাড়ায় পানীয় জলের ব্যাপক সমস্যা শুরু হয়েছে। পাড়ার মহিলারা অনেক দূর থেকে পানীয় জল সংগ্ৰহ করতে হচ্ছে। তাই পাড়ার মহিলাদের দাবি, সরকার যেন খুব শীঘ্রই তাদের পাড়ায় জলের সমস্যা দূর করতে কোন ব্যবস্থা গ্রহণ করে। #newstoday #tripura #tripuranews #newsvideo #curentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?