Malda : বাংলার নববর্ষে গণেশ পুজো উপলক্ষ্যে ফলমূলের বাজার উর্ধ্বমুখী
সারা দেশের সঙ্গে মালদহে বাংলার নববর্ষে গণেশ পুজো উপলক্ষ্যে ফলমূলের বাজার উর্ধ্বমুখী। এদিন বিভিন্ন ফল মূলের দোকানে ফলের দাম ব্যাপক চড়া। তাই বাজার করতে গিয়ে হাত পড়ছে উৎসব প্রেমী ব্যবসায়ীদের। ফলের এক দোকানদার পিন্টু হালদার বলেন , শসা ৫০ টাকা কিলো, আঙুর ফল ১০০ টাকা কিলো , তরমুজ ৩০ টাকা কিলো , বাঙ্গী চল্লিশ টাকা কিলো , কমলালেবু একশো কুড়ি টাকা কিলো, আপেল ১৫০ টাকা কিলোতে বিক্রয় হচ্ছে। নববর্ষের গনেশ পুজোর ফলের বাজারে বাজার করতে আসা ক্রেতা দিলীপ চন্দ্র সরকার বলেন, ফলের বাজার প্রচন্ড ঊর্ধ্বমুখী। আমাদের সাধারণ মানুষের ফলের বাজার করাটাই জুলুম। সব ফলমূলের দামি আকাশছোঁয়া। ফলের ফলমূল কিনতেই বাজারে এসে মাথায় হাত পড়ছে আমাদের । তাই অল্প পরিমাণ করেই সব কিছু নিলাম। #youtube #maldanews #malda #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?