Tripura : দেশজুড়ে বাস ট্ট্রাক চালক সংস্থার প্রতিবাদ : U Bangla TV
Tripura : দেশজুড়ে বাস ট্ট্রাক চালক সংস্থার প্রতিবাদ : U Bangla TV
দেশজুড়ে বাস ট্রাক চালক সংস্থার প্রতিবাদ।। এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় খবর, সমগ্র অসময়ে চলছে 48 ঘন্টা চাকা বন্ধের কার্যসূচী। অসমে গৌহাটির সাথে সাথে বিভিন্ন অঞ্চলগুলো তো প্রতিবাদ সাব্যস্ত করছে বাস ট্রাক চালক সকলে আজ সকালে একই রকমের দৃশ্য দেখতে পাওয়া গেল মঙ্গলদৈতে । প্রায় শতাধিক চালকরা মঙ্গলদৈ ভেবার ঘাট বাসস্ট্যান্ডে প্রতিবাদ সাব্যস্ত করল ট্রাক চালক ও বাস চালক সকলে এবং রাজপথ কাঁপিয়ে তুলেছে এই প্রতিবাদে কেন্দ্রীয় সরকার চালকের উপরে বেঁধে দিয়েছে এক আইনি ব্যবস্থা।। এই আইন ব্যবস্থার বিরোধিতা করে এই প্রতিবাদ সাব্যস্ত করে বাস ট্রাক চালক সংস্থা টি।। সমগ্র দেশজুড়ে পুলিশ ও ট্রাক চালকের মধ্যে এক রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ইতির মধ্যে পুলিশ শূন্যে গুলি চালনা করেছে, এক খন্ড যুদ্ধে পরিণত হয়েছে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। কেন্দ্রের পরিবহন নীতির বিরুদ্ধে, বিশেষ করে উত্তরপ্রদেশের এক রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই বাতাস এসে পৌঁছেছে অসমের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখছি কাল ট্রাক চালকদের সাথে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিক্ষোভকারীদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসবেন আলোচনা। নয়া পরিবহন নীতির বিরুদ্ধে দেশজুড়ে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ , পাশাপাশি পথ অবরোধ করেছে ট্রাক চালকরা গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?