ত্বকের জেল্লা বারাতে ব্যবহার করুন হলুদ | U Bangla TV
হলুদ আমাদের সকলের বাড়িতেই সবসময় পাওয়া যায়, এই হলুদ যেরকম স্বাস্থ্যের পক্ষে উপকারী ঠিক সেরকম ত্বকের পক্ষেও অত্যন্ত উপকারী একটি জিনিস হলো হলুদ। ব্যস্ত জীবন আর পরিবেশ দূষণের ফলে আমাদের ত্বকের জ্বেল্লা ক্রমশই কমে আসছে আর এই সমস্যার সমাধান করতে কেমিক্যাল ফি ঘরোয়া হলুদের বিকল্প আর কিছু নেই। ত্বকের উজ্জ্বলতায় ফেরাতে হলুদের বিকল্প আর কিছুই নেই, তবে শুধুমাত্র হলুদ বাটাই না ঘরোয়া উপায় বিভিন্ন রকম ভাবেই হলুদ ব্যাহারে আমাদের ত্বকের সমস্যা দূর হবে। হলুদ বাটা ,এলোভেরা জেল, গোলাপজল, লবুর রস একসাথে মিশিয়ে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি স্ক্রিনের সমস্যা দূর হয় । এছাড়াও বেসনের সঙ্গে মধু ,হলুদ মিশিয়ে ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরে আসো তোকে সমস্যা দূর হয়। তাই খুব কম সময়ে ঘরোয়া উপায় হলুদের ব্যবহারে আমাদের ত্বকের যত্ন নিতেই পারি।
What's Your Reaction?