তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়েছে
তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়েছে এই কাঠফাটা গরমের হাত থেকে বাঁচতে কেমন পোশাক পরবেন আর কি পড়বেন না সেই সব জানব আমাদের এই বিশেষ প্রতিবেদনে। বাইরে তাপমাত্রা এখন চল্লিশ ডিগ্রী বা তার বেশি কোন কিছু করেই শান্তি পাওয়া যাচ্ছেনা । এ সময় দাঁড়িয়ে আমাদের মাথাতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেমন পোষাক পড়লে একটু আরাম পাওয়া যাবে। গরমে কেমন ফেব্রিক পড়া উচিত যা আমাদের ত্বকের অস্বস্থির কারণ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। সুতি ,লিলেন ,শিফন ,শিয়ার,খাদি এই ধরনের ফেব্রিকের পোশাক পরলে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। তাপপ্রবাহ চলাকালীন খুব চাপা পোশাক না পড়াই ভালো। এই সময় চাপা পোশাক পরলে রক্ত সঞ্চালনা ঠিকঠাক হয় না আর তার সাথে রেশের সমস্যা দেখা যেতে পারে।এই সময় উচিত সব সময় কমফোর্টেবল হালকা পাতলা পোশাক পরা। তবে হ্যাঁ গরমের কথা খেয়াল রেখে পোশাক বেছে নিতে হবে এটা যেমন ঠিক তবে তার সাথে স্টাইলিং ও কম্প্রোমাইজ করা যাবেনা। তাই এই চারিফাটা গরমে কমফোর্টেবলকে গুরুত্ব দিয়ে স্টাইলিং এর কথা মাথায় রেখে পোশাক পড়ুন সাবধানে থাকুন আর সামার ফ্যাশন উপভোগ করুন। #youtube #temparature #summerseason #weather @ubanglatvofficial
What's Your Reaction?