Purbo Bardhoman : তীব্র গরমে ঝর্ণা গ্রামে বইছে না ঝর্ণার ধারা
ভাতার থানা সাহেব গঞ্জ ২ নম্বর ব্লকের ওড় গ্ৰামের ১ নম্বর কলোনী এলাকায় অবস্থিত ঝর্ণা গ্রাম। তবে কেন এই নাম ঝর্ণা গ্রাম? চলুন বিস্তারিত জানা যাক, মূলত ওড় গ্রাম মৌজায় সমতল জমিতে ঝর্ণার মত জল বয়ে যায়,কোথা থেকে এই জল গড়িয়ে আসতো এটা কারোর ধারণা ছিল না, কি শীত কি বর্ষা কিবা গ্রীষ্ম নিজ বেগে বয়ে যেত জল। আর সেই জল ধান সবজি তে ব্যাবহার থেকে, জল পানও করতেন গ্রামবাসীরা।
কার্যত কয়েক দশক ধরে এই ঝর্ণা ধারা বয়ে যাওয়ায় গ্রামটি ঝর্ণা গ্রাম নামে পরিচিতি পায়,কিন্তু সময়ের সাথে সাথে ঝর্ণার বয়ে যাওয়া জলের সেরকম আর দেখা মেলে না। গ্রামবাসীরা জানিয়েছেন,বিগত কয়েক বছর ধরে তীব্র গরমের জন্য ঝর্ণার জল দেখতে পাওয়া যায় না। মূলত প্রকৃতির এক আজব লীলা খেলা, তাঁর আদেশ বিনা গাছের পাতাও যেমন নড়ে না। ঠিক তেমনই এই ঝর্ণা গ্রামের ঝর্ণা কোন সময় দেখা মিলবে তা কেউ জানেনা। #youtube #purbobardhman #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?