Darjeeling : হাসফাস গরমে ধুঁকছে পাহাড়বাসী
তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণ বঙ্গ। বাদ যায় নি উত্তরবঙ্গও। এমনকি দাবদাহের প্রভাব পড়েছে শৈলশহরেও। কয়েকদিন আগেই শৈলশহরে তুষারপাতের ফলে সাদা বরফের চাদরে মুড়েছিল সান্দাকফু। দলে দলে পর্যটকরা ছুটে এসেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শৈলশহরে পারদ উঠতে শুরু করেছে। গরমে ঘাম ঝড়াতে হচ্ছে পর্যটকদের। ব্যবহার করতে হচ্ছে ছাতা। দাবদহের হাত থেকে বাঁচতে অনেক পর্যটক স্বস্তি পেতে গ্রীষ্মের ছুটিতে পাহাড়ে ছুটে আসেন। কিন্তু পাহাড়ে এসেও ঘাম ঝরছে পর্যটকদের। এই একই ছবি ধরা পড়েছে শৈলশহরের পাশাপাশি কার্শিয়াং ও কালিম্পংয়েও। যা বিরল ঘটনা বলেই পাহাড়াবাসীদের মত। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে অনেকেই দায়ি করছেন পাহাড়ে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহন বৃদ্ধি ও নির্বিচারে জঙ্গল সাফ করাকে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে সপ্তাহের শেষে বৃষ্টির পুর্বাভাস রয়েছে। তবে এই দাবদাহ আগামী দুদিন চলবে। #youtube #darjeeling #darjeelingnews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?