স্বর্ণযুগের ‘ফ্যাশন আইকন’ সুচিত্রা সেন:suchitra sen @ubanglatvofficial
স্বর্ণযুগের ‘ফ্যাশন আইকন’ সুচিত্রা সেন:suchitra sen @ubanglatvofficial
মহানায়িকা যতটা সমকালীন, ততটাই চিরকালীন। তিনি স্রেফ অভিনয় জগতেই সীমাবদ্ধ ছিলেন না। বরং হয়ে উঠেছিলেন একটি আদ্যোন্ত ব্র্যান্ড। বাঙালি নারীর স্টাইল-আইকন সুচিত্রা সেন। বরাবরই অতি আধুনিকা, সুবেশা, মার্জিত, রুচিশীল এক নারী। যার পোশাক থেকে অঙ্গসজ্জা- কয়েক দশক বাদে গিয়েও ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করে। সেই আমলে সমুদ্র সৈকতে নিজেকে শুধু তোয়ালেতে মুড়েছিলেন 'মিসেস সেন'।পাবনার কৃষ্ণার ফ্যাশন, সাজপোশাক, ব্যক্তিত্ব বাংলার গণ্ডি পেরিয়ে মুগ্ধ করেছিল মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিকেও। সঞ্জীব কুমার, ধর্মেন্দ্র, দেবানন্দ সকলেই ছিলেন দাপুটে 'ম্যাডাম'-এ মুগ্ধ। জানেন কি সুচিত্রাকে 'স্যার' বলে সম্বোধন করতেন স্বয়ং গুলজার। এই প্রজন্মের কথায়, 'বস লেডি'।
What's Your Reaction?