বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যাবে IPL ফাইনাল ম্যাচ?
বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যাবে IPL ফাইনাল ম্যাচ?
আমেদাবাদের আবহাওয়া সঙ্গ দিচ্ছে না,IPL ফাইনালের রিজার্ভ ডে-তেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।IPL-এর ইতিহাসে এই প্রথমবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ফাইনাল। কাজে এসেছে রিজার্ভ ডে। প্রথমে রিজার্ভ ডে-র ঘোষণা করা না হলেও শেষ মুহূর্তে ২৯ মে অর্থাৎ সোমবার দিনটাকে রিজার্ভ ডে হিসেবে ঘোষণা করা হয়। এইদিনে ম্যাচ না হলে আর বাড়ানো হবে না IPL-এর দিন। কিন্তু রিজার্ভ ডে ঘোষণা করলেও সেভাবে সুরাহা কি হবে? এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। কারণ রিজার্ভ ডে-তে ভাবাচ্ছে আবহাওয়া।২৮ মে অর্থাৎ, ঘোষিত ফাইনালের দিনে টসও হতে পারেনি। ম্যাচের আগে থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। মাঝে কমলেও আবার শুরু হয়েছিল। স্টেডিয়ামে জলের পরিমাণ এতটাই ছিল যে নির্ধারিত সময় পর্যন্ত আর অপেক্ষা করেননি আম্পায়াররা। সময়ের আগেই ম্যাচ বাতিল করে রিজার্ভ ডে-তে নিয়ে যান।আজ কি হয় সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।
What's Your Reaction?