Malda : রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি : U Bangla TV
Malda : রাস্তার বেহাল অবস্থা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি : U Bangla TV
বামনগোলা ব্লকের মদনাবতী গ্রামপঞ্চায়েতের, ফরিদপুর মোড় হইতে গুপিডাঙ্গার এস এস কে শিশু শিক্ষালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোন সূরাহা হয়নি বলে অভিযোগ।। ৩৪ লাখ ৪৫ হাজার ২১২ টাকার এন আর জি এস প্রকল্পে পঞ্চায়েত সমিতির এই রাস্তার কাজ শুরু হয়েছিল ২০২২ সালে।। ২০২৩ পার হয়ে গেলেও রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তার জন্য পথ অবরোধ করা হয় শুধু আশ্বাস ই মিলেছে রাস্তা হয়নি। এই বিষয় নিয়ে, বামনগোলা বিডিও কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বেশ কয়েকবার।। তবুও রাস্তার কাজ হয়নি। এই নিয়ে এদিন সকাল থেকে ওই রাস্তার উপরে দাড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বলেন, এই বিষয়ে তার সঠিক জানা নেই যদি রাস্তার কাজটি না হয়ে থাকে , খুব শীঘ্রই যাতে এই রাস্তার কাজটি করা হয় তা দেখবেন তিনি।অন্যদিকে বামন গোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু জানান এই রাস্তা এনআরজিএস প্রকল্পের বর্তমানে বরাদ্দ টাকা নেই। যদি রাস্তার কাজ বন্ধ হয়ে থাকে তার কাছে সঠিক খবর নেই।। আগামীতে রাস্তার কাজ চালু করা হবে তিনি আরও জানান এন আর জি এস এর টাকা না থাকায় হয়তো কাজ বন্ধ হয়েছে।। যদি এরকম কোন সমস্যা থাকে তাহলে, অন্য কোন ফান্ড থেকে রাস্তার কাজ শুরু করা হবে।। #malda #maldanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?