চার দিনব্যাপী হরিনাম সংকীর্তন বরাবাজারে
শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ভারত উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। যা হরিসভা ও নামযজ্ঞ নামেও পরিচিত। এটি সাধারণত চার প্রহর, অষ্ট প্রহর, ষোলো প্রহর, ৬৪ প্রহর ও ৭২ প্রহর ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। এদের মধ্যে অষ্ট প্রহর সবচেয়ে জনপ্রিয়। অনুষ্ঠানে বিভিন্ন সুরে, হরিনাম সংকীর্তন করা হয়। পাশাপাশি
গ্রীষ্মকালজুড়ে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন হয়ে থাকে। কোনটি বহু প্রাচীন হরি মন্দিরে সংকীর্তন,, আবার কোনোটি অতি নব্য মন্দির। এবার পুরুলিয়া জেলার বরাবাজার নামোপাড়ায় সার্বজনীন হরি মন্দির কমিটির তরফে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে শুক্রবার। ওই মন্দির কমিটির তরফে জানানো হয় প্রায় দুই শতবর্ষ প্রাচীন এই হরি মন্দির। আগে এই হরি মন্দির খড়ের চাল ছিল বর্তমানে সকলের সহযোগিতায় মন্দিরটির সংস্কার করা হয়েছে। বহু ভক্ত অনুদান দিয়ে থাকেন। #youtube #purulia #purulianews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?