Nadia : বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের : U Bangla TV
Nadia : বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের : U Bangla TV
এবার একাধিক দাবি দাবা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরের সাথে যুক্ত থাকা অস্থায়ী কর্মীদের । এদিন নদিয়ার কৃষ্ণনগর সদর দপ্তরের বিদ্যুৎ দপ্তরের সামনে কয়েকশ কর্মী এই অবস্থান বিক্ষোভ করে। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে বঞ্চিত, একাধিকবার উদ্বোর্তন কর্তৃপক্ষকে জানানো সত্বেও কোন সুরাহা হয়নি। তাদের বকেয়া প্রাপ্য টাকা নিয়ে একাধিকবার বঞ্চিত হতে হয়েছে। এখন এরই প্রতিবাদে তারা এবার রাস্তায় নামতে বাধ্য হলেন। তাদের এও দাবি অবিলম্বে তাদের বকেয়া টাকা মেটাতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্থায়ীকরণ করতে হবে। ডিগ্রি থাকা সত্ত্বেও নিম্ন ডিগ্রীর কর্মসংস্থানে তাদের ব্যবহার করা হচ্ছে। শিক্ষকতা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। আগামী দিনে তাদের এই দাবি-দাবার উদ্বোর্তন কর্তৃপক্ষ যদি তার সুব্যবস্থা না করে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?