জয়েনগরে তীব্র দাবাদাহ
তীব্র দাবদহ পড়তে না পড়তে পানীয় জলের সংকটে ভুগছেন জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মন্ডল পাড়ার বাসিন্দারা। ওই এলাকায় ৪০০ থেকে ৫০০ টি পরিবার আছে যা একটি ডিপ টিউব কলের উপর ভর করে জলে তাদের খাওয়া থেকে রান্নার জলের। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে জল সংকটে ভুগছে এলাকাবাসী। এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা পানীয় জল। যার কারনে দেড় থেকে দু কিলোমিটার দূর থেকে জল আনতে হয় ওই গ্রামবাসীদের।
এলাকায় একটি ডিপ টিউবওয়েল আছে। গ্রামবাসীদের অভিযোগ। আয়রনের জন্য সেই জল খাওয়া যায় না। আবার কখনো কখনো ওই কলে উঠে আসছে ঘোলা এবং নোংরা জল। যা কোনভাবেই খাওয়ার উপযুক্ত নয়। পাশাপাশি আরও একটি বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। #youtube #joynagar #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?