jolpaiguri : চলন্ত যাত্রী বোঝাই বাসে কাল নাগিনী |
চলন্ত যাত্রী বোঝাই বাসে কাল নাগিনী। চোখে পরতেই চলন্ত বাসে হুলুস্থুল যাত্রীদের মধ্যে। মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে সাপ বেড় করার চেষ্টা বৃথা যাওয়া শেষে খালি বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে গ্রীন জলপাইগুড়ির কর্মীরা বাস থেকে উদ্ধার করা হলো কাল নাগিনীকে। শনিবার এমনই ঘটনা ঘটে গেলো জলপাইগুড়িতে। তবে এই সাপ বিষাধর না হওয়ায় বাস মালিক থেকে শুরু করে কর্মীরা স্বস্তি শ্বাস ফেলেছেন।
জানা গেছে বাসটি ডুয়ার্সের কালচিনি থেকে যাত্রী নিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলো। জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আসার পরেই বাসে থাকা এক যাত্রীর চোখে পরে সিটের নীচে একটি সাপ। এর পরেই যাত্রীদের মধ্যে হুলুস্থুল পরে যায়। বাসের চালক বাস সুরক্ষার স্বার্থে জাতীয় সড়কের পাশে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী কর্মীদের। গ্রীন জলপাইগুড়ি সাধারণ সম্পাদক অঙ্কুর প্রথম দিকে চেষ্টা করার পরেও সাপ টিকে উদ্ধার করা যায়নি। এর পরে বাসের মালিক কে পরামর্শ দিয়ে বাসটিকে জলপাইগুড়ি শান্তি পাড়া স্ট্যান্ডে নিয়ে গিয়ে বেশ কিছু ক্ষনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সাপটি কোথা থেকে বাসের ভেতরে ঢুকল সেটা জানা নেই তাই সাপ টিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এদিকে বাসের মালিক বাবুয়া সাহা বলেন অনেক শান্তি লাগছে। কিন্তু কিভাবে ঢুললো সেটাই বোঝা যাচ্ছে না। #youtube #newjalpaiguri #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?