Howrah : হাওড়ার বেসরকারি স্কুলে হঠাৎই হাজির রাজ্যপাল : U Bangla TV
Howrah : হাওড়ার বেসরকারি স্কুলে হঠাৎই হাজির রাজ্যপাল : U Bangla TV
হাওড়ার বেসরকারি স্কুলে হঠাৎই হাজির রাজ্যপাল; পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কাটালেন বেশ কিছুটা সময়। তিনি বলেন, বাংলার ছাত্রছাত্রীরা তাকে উদ্বুদ্ধ করছে ও সাহস জোগাচ্ছে। ওরাই দেশের ভবিষ্যৎ। শনিবার মধ্য হাওড়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আচমকাই পরিদর্শনে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, রাজ্যকে তিনি নতুনভাবে আবিষ্কার করছেন। এই জন্য তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করছেন। সেরকমই এদিন এই স্কুলে আসেন রাজ্যপাল। স্কুলের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাজ্যপাল। তিনি বলেন, পড়ুয়ারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে সেটাই শিক্ষক-শিক্ষিকাদের সবথেকে বড় পাওনা। এখানে পড়ুয়াদের প্রকৃত শিক্ষালাভ হচ্ছে। শনিবার সকালে হঠাৎই রামকৃষ্ণপুর ঘাটে এসে পৌঁছান রাজ্যপাল। সেখানে কনভয় থেকে নেমে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের স্কুলের বিষয়ে খোঁজ নেন। তারপর একটি টোটোয় উঠে সটান পৌঁছে যান বেসরকারি ওই ইংরেজি মাধ্যম স্কুলে। পিছনে আরও দুটি টোটোতে তাঁর নিরাপত্তারক্ষীরা আসেন। স্কুলে প্রায় ৪৫ মিনিট মতো সময় কাটিয়ে ফিরে যান রাজ্যপাল। তাঁকে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সাবলীলভাবে মিশে যেতে দেখে বেজায় খুশি সকলেই। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল জানান, রাজ্যপাল তাদের স্কুলে আসছেন বলে জানতেন না। তিনি এদিন আচমকাই স্কুলে আসেন। রাজ্যপাল তাদেরকে অনুরোধ করেন যেন তারা রাজভবনে গিয়ে সেলফ ডিফেন্সের ক্লাস নেন #Howrah #howrahnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?