জলপাইগুড়িতে যথাযথ মর্যাদায় পালিত হলো ইস্টার সানডে।
ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মাবল্বীদের কাছে আজকের এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যিশুখ্রিস্টের বিজয় উদযাপন করে। খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক।
সারা বিশ্বের সঙ্গে জলপাইগুড়ি শহরে বসবাসকারি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষ জনেরা যথাযোগ্য মর্যাদায় পালন করে দিনটিকে। এই উপলক্ষে রোববার ভোরে
জলপাইগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত খ্রিস্ট সমাজের বেরীয়াল গ্রাউন্ড বা কবরস্থানে সমবেত হয়ে কবরে শায়িত আপনজনকে স্বরন করার পাশাপাশি ফুল ছড়িয়ে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এই বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরে শহরের প্রবীণ নাগরিক ভোলা মন্ডল, বলেন, আজকের দিনে প্রভু যিশুর পুনরুত্থান হয়েছিলো , আজকের এই বিশেষ দিনে আমরাও ভোর বেলায় কবরস্থানে এসে কবরে শায়িত প্রিয়জনদের যেমন স্বরন করলাম এর সঙ্গেই বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা হয় প্রার্থনা । #youtube #newjalpaiguri #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?