গৌরবর্ণে জন্ম হওয়া‌ এখানে অভিশাপ | U Bangla TV

জাড়োয়া জানগোষ্ঠী সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের সেই সবুজ দ্বীপের রাজায় জাড়োয়া অধুষ্যিত আন্দামানের কথা একবার হলেও কিন্তু আমাদের মনে পড়ে, সেই সব কাহিনী অলীক কল্পনা হলেও বাস্তবের জাড়োয়া জানগোষ্ঠীর কথা জানবো আজ আমরা। জারোয়াজাতি গোষ্ঠী ভারতীয় আদিম জনগোষ্ঠীর একটা। যাদের বসবাস আনদাবান-নিকোবর দ্বীপপুঞ্জে, এই জনগোষ্ঠীর অন্তত কয়েক হাজার বছর ধরে এই অঞ্চলে আছে বলেই ঐতিহাসিকদের মধ্যে মতান্তর রয়েছে। প্রজাতির মানুষ এখন সংখ্যায় ২৫০থেকে ৪০০ মধ্যে বলেই মনে করা হয়। সারা পৃথিবীতে উন্নয়নের আলো পৌঁছালেও এই জনগোষ্ঠীর সভ্যতা সংস্কৃতি অনেকটাই এখনো পিছিয়ে। তবে এখন সরকার এই জনজাতির উন্নয়নের কাজ করে চলেছে । এই শ্রেণী এখন মনোনীত তপশিলি উপজাতি হিসেবে গণ্য হয়। ২০২৩ এ এসেও তারা বাইরের দুনিয়া থেকে দূরত্ব সব সময় বজায় রেখে চলে। জারোয়া জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে আজ ও অনেক ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদরা গবেষণা চালিয়ে যাচ্ছে । তবে এত গবেষনা আলোচনার পর ও আজ তারা পৃথিবীর বুকে অলিখিত রহস্য হয়েই রয়ে গেছে।

Apr 19, 2023 - 17:46
 0  6

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow