সামরিক শক্তির নিরিখে ভারত কি পারবে চিন কে টেক্কা দিতে ?
সামরিক শক্তির নিরিখে ভারত কি পারবে চিন কে টেক্কা দিতে ?
বর্তমানে সামরিক শক্তির নিরিখে বিশ্ব তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীন। প্রথম এবং দ্বিতীয়তে রয়েছে আমেরিকা ও রাশিয়া। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, এই দুই দেশকেও টপকে যেতে পারে চীনের "পিপলস লিবারেশন আর্মি"। তবে, সামরিক ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতও। ভারতের অবস্থান চতুর্থ স্থানে। তবুও রণকৌশলের দিক থেকে চীনকে টেক্কা দিয়েছে ভারত। চীনা সেনাবাহিনীতে বর্তমানে যে জওয়ানরা আছেন তাঁদের বেশিরভাগই উচ্চ প্রশিক্ষিত হলেও যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। ২০২০ সালে লাদাখ সীমান্তে চীনের লালফৌজের সঙ্গে ভারতের সংঘাত হয়েছিল। এই দুই দেশ যুদ্ধের মাঠে মুখোমুখি হলে অভিজ্ঞতার নিরিখে কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত, এমনটাই মনে করে সামরিক বিশেষজ্ঞ মহল। #newsvideo #current_affairs #worldaffairscurrentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?