গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড
গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড
পার্কস্ট্রিট ও অ্যাক্রপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা । শনিবার ভোর ৪ টে নাগাদ আগুন নজরে আসে ৫ নম্বর গার্স্টিন স্ট্রিটে ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে । প্রথমে স্থানীয় বাসিন্দারা, ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে, দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর ঘটনাস্থলে মোট দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশ । ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছাড়াও রয়েছে একটি ক্যামিকেলের কারখানা । বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যায় । ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও । দমকল মন্ত্রীকে দেখেই তাঁর কাছে নানা অভিযোগ জানাতে থাকেন । যে বিল্ডিং এ আগুন লেগেছিল সেখানে তাদের অফিস রয়েছে তাদেরকে কেন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না । বেশ কয়েক বছর ধরেই কেমিক্যাল কারখানা এখানে রয়েছে তবে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি । অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল না বলেও অভিযোগ করছেন তারা । দমকলমন্ত্রী সুজিত বসু জানান, কেমিক্যাল রাখা হয়েছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে । তারপরেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেমিক্যাল থাকে সে ক্ষেত্রে শাস্তি দেওয়া হবে ।
What's Your Reaction?