খুঁজে পাওয়া গেলো বৃহত্তম কৃষ্ণগহ্বর : U Bangla TV

খুঁজে পাওয়া গেলো বৃহত্তম কৃষ্ণগহ্বর : U Bangla TV

Apr 24, 2024 - 16:52
 0  3

কৃষ্ণগহ্বর নিয়ে কৌতূহলের শেষ নেই বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের। সাধারণ মানুষের কাছে কৌতূহলের হলেও, বিজ্ঞানীদের কাছে সেটা অস্তিত্বের প্রশ্ন। কারন এর মধ্যেই আসলে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। আমাদের এই আকাশগঙ্গা বা মিল্কিওয়ে ছায়াপথের বৃহত্তম কৃষ্ণগহ্বর খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা! নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটির নাম গাইয়া বিএইচ৩ (Gaia BH3)।গাইয়া বিএইচ৩ একটি স্টেলার ব্ল্যাকহোল। নক্ষত্র মরে গেলে এ ধরনের কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয়। এগুলো সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরের চেয়ে আলাদা। এত বড় বড় আকৃতির কৃষ্ণগহ্বরের সৃষ্টির কারণ অবশ্য এখনও অজানা। কতটা বড় কৃষ্ণগহ্বর? জানা গিয়েছে, এটির ভর আমাদের সূর্যের চেয়ে ৩৩ গুণ বেশি! কিছু দিন আগে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের গবেষকেরা। 'সিএনআরএস' (CNRS)-এর জ্যোতির্বিদ পাসকোয়েল পানুজ্জো (Pasquale Panuzzo) বলেন, কৃষগহ্বরটিকে অনেকটা আকস্মিকভাবে আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। গাইয়া মিশনটি আমাদের ছায়াপথের মানচিত্র তৈরির কাজে যুক্ত ছিল। সেই কাজ করতে-করতেই সহসা এটি পৃথিবী থেকে ২০০০ আলোকবর্ষ দূরের আকুইলা গ্রহাণুপুঞ্জে (Aquila constellation) বিএইচ৩ কৃষ্ণগহ্বরটিকে শনাক্ত করেছে। জ্যোতির্বিদ পাসকোয়েল পানুজ্জো বলেছেন-- আমাদের কাছাকাছি যে এইরকম ভারী একটা কৃষ্ণগহ্বর এখনও পর্যন্ত অজানা-অনাবিষ্কৃত থাকতে পারে, তা আমরা কেউ ধারণাই করতে পারিনি। এ ধরনের আবিষ্কারের সুযোগ জীবনে বেশিবার আসে না! #gaiabh3 #cnrs #blackhol #breaking #information  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow