Jalpaiguri : পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ : U Bangla TV
Jalpaiguri : পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ : U Bangla TV
রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট গাড়িতে করে জঙ্গলের মূল্যবান সম্পদ সেগুন কাঠ পাচারের পরিকল্পনা করেছিল কাঠ পাচারকারীরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিলেন বনকর্মীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তরের চালসা রেঞ্জ ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। মূলত গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়টিকে চোরা চালানোর জন্য আদর্শ বলে মনে করে পাচারকারীরা। আর সেই মতো বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের বন কর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। আর সেই মতো নাগরাকাটার খুনিয়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল।প্লাস্টিকের আড়ালে একটি ছোট গাড়ি দ্রুত গতিতে নাগরাকাটা থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে যাচ্ছিল। সন্দেহজনক ওই গাড়িটির পিছন ধাওয়া করে বনকর্মীরা।এরপর কাঠ পাচারকারীরা গাড়িটি মহাবাড়ি এলাকায় হঠাৎ করে দার করিয়ে দেয়।গাড়িতে থাকা চালক সহ দুজন পালিয়ে যায়। কাছে গিয়ে দেখতেই বনকর্মীদের চক্ষু চড়ক গাছ। গাড়ির পিছনে প্লাস্টিকের আড়ালে ছিল চোরাই সেগুন কাঠ। শেষমেষ উদ্ধার করা হয় সেগুন কাঠ সহ ছোট গাড়িটি। নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। যদিও এই দিনের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।এই ধরনের অভিযান চলতেই থাকবে। #jalpaiguri #banglanews #newstoday #jalpaigurinews @ubanglatvofficial
What's Your Reaction?