Tripura : চুরির ঘটনায় গ্রেফতার : U Bangla TV
Tripura : চুরির ঘটনায় গ্রেফতার : U Bangla TV
মঙ্গলবার প্রকাশ্য দিনের বেলায় আগরতলা মঠ চৌমুহনিস্থিত আইনজীবী বিপ্লব ভট্টাচার্যীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করেছিল চোরের দল। বাড়িতে আইনজীবী বিপ্লব ভট্টাচার্যী এবং তার ছোট ভাই পিন্টু ভট্টাচার্যী থাকে। মঙ্গলবার তারা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। আর চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে আইনজীবীর বাড়িতে হানা দিয়ে আলমারির লকার ভেঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার মত চুরি করে নিয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় কাজ সেরে বাড়ির মালিক আইনজীবী বিপ্লব ভট্টাচার্যী এবং তার ছোট ভাই পিন্টু ভট্টাচার্যী বাড়িতে এসে এই দুঃসাহসিক চুরির ঘটনা দেখতে পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশকে ফোন করে। পুলিশ এসে চুরির ঘটনার তদন্তে নেমে সিসি টিভির ফুটেজ দেখে আগরতলা ইন্দ্রনগর এলাকা থেকে রাহুল দাস নামে এক কুখ্যাত চোরকে রাতেই গ্রেফতার করতে সক্ষম হয়। চুরির মামলায় ধৃত রাহুল দাস আগেও একবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিনয় সাহা এবং অমিত রায় নামে আরো দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ৩৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করেছে। ধৃত ৩জন কুখ্যাত চোরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হবে বলে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন।
What's Your Reaction?