Purulia : সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে উত্তেজনা বরাবাজারে : U Bangla TV
Purulia : সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে উত্তেজনা বরাবাজারে : U Bangla TV
রুগীর উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরিত করতে বরাবাজার সিটিজেন ফোরামের পক্ষ থেকে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েকদিন আগে একটি এম্বুলেন্স প্রদান করা হয়েছে। এবং তারপরেই দেবাঞ্জন সিংহ মোদক নামক এক যুবক লেখেন "নিজের কষ্টের টাকায় অ্যাম্বুলেন্স কিনলাম মানুষের চিকিৎসার জন্য ,চাঁদা আদায় করে কেনা নয় এই এম্বুলেন্স, তাই কোন নেতাগিরি করবেন না"। আর এই লেখা পোস্ট করেন দেবাঞ্জন সিংহ মোদক ফেসবুক আইডি থেকে। নিমেসের মধ্যেই ভাইরাল হয় এই পোস্ট। এই পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বরাবাজার এলাকায়। শনিবার সকাল ১০ টা নাগাদ বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে দেবাঞ্জন সিংহ মোদকের পোস্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সিটিজেন ফোরামের সদস্যরা। আসলে দেবাঞ্জন সিংহ মোদক একজন অ্যাম্বুলেন্স চালক তিনি বরাবাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স চালায়। এই ঘটনায় ডাকা হয় দেবাঞ্জন সিংহ মোদক কে। সিটিজেন ফোরামের সদস্যরা দেবাঞ্জনকে প্রশ্ন করেন আপনি কেন এইভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন? এ বিষয়ে দেবাঞ্জন বলেন এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ভুল হয়েছে এরকম ভুল আর কোনদিন হবে না। সিটিজেন ফোরামের সদস্যরা বলেন- সিটিজেন ফোরামের বদনাম করার চেষ্টা করছে দেবাঞ্জন। আবার রুগীদের রেফার করা হলে ভাড়া থেকেও বেশি টাকা নেই রুগীদের কাছ থেকে। শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় বাসিন্দা অজয় চৌধুরী তার মা কে বরাবাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেই রুগীকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া স্থানান্তরিত করা হয় দেবাঞ্জন সিংহ মোদকের অ্যাম্বুলেন্সে করে। বাঁকুড়া যাওয়ার জন্য দেবাঞ্জন অ্যাম্বুলেন্সের ভাড়া নেন ৪ হাজার ৫০০ টাকা। কিন্তু বরাবাজার স্বাস্থ্য কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়ার ভাড়া ৩০০০ হওয়া উচিত কিন্তু কেন এভাবে মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে । সিটিজেন ফোরামের সদস্যরা এর প্রতিবাদ করায়, দেবাঞ্জন সিংহ মোদক অজয় চৌধুরী কে বাঁকুড়া ভাড়ার বাড়তি ১৫০০ টাকা ফেরত দেন। তবে এই বিষয়ে দেবাঞ্জন বলেন বাঁকুড়া ভাড়া ৩০০০ অক্সিজেনের ভাড়া ১৫০০ টাকা নিয়েছিলাম। সিটিজেন ফোরামের কথামতো ১৫০০ টাকা ফেরত দিলাম। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?