এবার ফেসবুক ও ইনস্টারগ্ৰাম এও নীল টিকের জন্য প্রতি মাসে মোটা টাকা লাগবে।
এবার ফেসবুক ও ইনস্টারগ্ৰাম এও নীল টিকের জন্য প্রতি মাসে মোটা টাকা লাগবে।
ইটারের 'ব্লু' নামক সাবস্ক্রিপশন পরিষেবা চালুর পরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার সেই পথেই হাঁটল মেটা-ও। তবে কি ইলন মাস্কের দেখানো পথেই হাঁটছে সকলে।এবার ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্লু-টিকের জন্যও দিতে হবে সাবস্ক্রিপশন চার্জ। অনেকটা টুইটারের মতোই। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এর আগেই ব্লু-টিক ভেরিফিকেশন চালু করেছিল মেটা। আর এবার সেটাই চালু হল ভারতেও। তবে টুইটারের মতো অতটা বেশি বদল আনছে না মেটা। নির্দিষ্ট মানদণ্ড পূরণ করছে, এমন অ্যাকাউন্টের বিদ্যমান লিগ্যাসি ব্যাজ বজায় রাখা হবে। মেটা জানিয়েছে, একাধিক দেশে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফলাফল মেলার পর ভারতেও এটি চালু করা হল। এর জন্য, ব্যবহারকারীদের অবশ্যই একটি সরকারি আইডি জমা দিতে হবে। সেই সঙ্গে ভেরিফিকেশনের জন্য একটি সেলফি ভিডিয়োও দিতে হবে। #newstoday #current_affairs #newsvideo #elonmusk #facebook #instagram #usa #australia #newzealand @ubanglatvofficial
What's Your Reaction?