ইসরোর সঙ্গে হবে যৌথ অভিযান।মহাকাশ স্টেশনে ইসরোর ‘সহযাত্রী’ নাসা।

ইসরোর সঙ্গে হবে যৌথ অভিযান।মহাকাশ স্টেশনে ইসরোর ‘সহযাত্রী’ নাসা।

Jun 23, 2023 - 17:36
 0  6

এ বার মহাকাশেও জোট বাঁধছে নয়াদিল্লি-ওয়াশিংটন।আমেরিকার মহাকাশ সংস্থা নাসার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বছর কয়েক আগেই ‘আর্থ অবজ়ারভেশন’ উপগ্রহ ‘নিসার’ বানানোর উদ্যোগে হাত দিয়েছিল। এ বার যৌথ ভাবে মহাকাশ অভিযানেও নামতে চলেছে দুই দেশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ই মহাকাশ অভিযানে যৌথ পদক্ষেপের লক্ষ্যে ‘আর্টেমিস চুক্তি’তে সই করেছে ভারত। এর ফলে ভবিষ্যতে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে নাসা আর্টেমিস মিশনের অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরোর। পাশাপাশি, মঙ্গল অভিযানেও হাত মেলাতে পারে ইসরো এবং নাসা। যৌথ উদ্যোগে ২০২৪ সালেই মহাকাশচারী পাঠানো হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। প্রসঙ্গত, ভারত ছাড়াও আর্টেমিস চুক্তিতে সাক্ষরকারী সাতটি দেশ রয়েছে। #current_affairs #worldaffairscurrentaffairs #nasa #isro  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow