Nadia : কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে : U Bangla TV
Nadia : কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে : U Bangla TV
কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প এবার স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরের মূল প্রবেশ দ্বার ধরমপথের দুই ধারে সাজানো থাকবে এই কুড়ি ফুট বাই দশ ফুটের প্রায় ১০০ টি টেরাকোটার মুরাল। কৃষ্ণনগরের এই শিল্পী বিশ্বজিৎ মজুমদার জানান প্রায় ২৭ জন শিল্পী কে নিয়ে তিনি এই কাজ শুরু করেছেন গত সেপ্টেম্বর মাসে। ১০০ টি মুরাল তৈরি হচ্ছে রামায়ণের কাহিনী অবলম্বনে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এখনো অব্দি ৬০শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। ১৩জন শিল্পী কাজ করছেন অযোধ্যার রাম মন্দিরে এবং বাকি ১৪ জন শিল্পী রয়েছেন কৃষ্ণনগরের মতি সুন্দরী তে শিল্পীর ওয়ার্কশপে। শিল্পী বলছেন আজ থেকে প্রায় ১৫ বছর আগে অযোধ্যার একটি সরকারি মিউজিয়ামে তার শিল্পকর্ম রয়েছে। যোগী আদিত্যনাথ তাকে সেখানেই ডাকেন এবং সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয় শুধু তাই নয়, এই শিল্পের ব্যাপারে তিনি বেশ আগ্রহ প্রকাশ করেন। তবে রাম মন্দিরে মূল প্রবেশ পথ ধরম পথে এই শিল্প স্থান পাওয়াতে শিল্পী বিশ্বজিৎ মজুমদার নিজেই গর্ববোধ করছেন।শিল্পী বিশ্বজিৎ বাবু আরো বলেন, এর আগেও যেহেতু অযোধ্যার একটি সরকারি মিউজিয়ামে আমি কাজ করেছিলাম সেটি দেখেই তারা খুব খুশি হয়েছিলেন। এরপরই ২০২৩ সালে আমাকে তারা আমন্ত্রণ জানান এবং কাজের বরাত দেন। আমি এই কাজ পেয়ে যথেষ্টই খুশি।উল্লেখ্য রাম মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই রাম মন্দির উদ্বোধন ঘিরে। আর কিছুদিন পরেই উদ্বোধন হবে রাম মন্দিরের। উদ্বোধনের আগেই যাতে কাজের বরাত শেষ করা যায় সেই কারণে শিল্পীদের নিয়ে দিনরাত কাজ চলছে বিশ্বজিৎ বাবুর। #nadianews #nadia #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?