Tripura : ১,৩২৮ জন পুন্যার্থী নিয়েপাড়ি দিল ট্রেন : U Bangla TV

Tripura : ১,৩২৮ জন পুন্যার্থী নিয়েপাড়ি দিল ট্রেন : U Bangla TV

Feb 23, 2024 - 12:41
 0  1

১,৩২৮ জন পুন্যার্থী নিয়ে ধর্মনগর থেকে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিল আস্থা নামক বিশেষ ট্রেন!উত্তর ত্রিপুরা জেলা, ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে ১,৩২৮ জন পুন্যার্থী নিয়ে পাড়ি দিল আস্থা নামক বিশেষ ট্রেন। অযোধ্যায় যাত্রা শুরুর আগে পুন্যার্থীদের অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা ওবিসি মোর্চার সভাপতি মলিনা দেবনাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ সহ অন্যান্যরা। বিশেষ উল্লেখযোগ্য যে, আস্থা নামক বিশেষ ট্রেনে করে, দক্ষিণ ত্রিপুরা জেলা - শান্তির বাজার দেবীপুর এলাকার ৩৯ বছরের ফিরোজা বেগম নামে এক সংখ্যালঘু মহিলা , রামলালার দর্শন করার জন্য আকৃষ্ট হয়ে সবার সাথে যাত্রা শুরু করেন। ফিরোজা বেগম জানিয়েছেন, আজ থেকে চার বছর আগে সে মুসলিম ধর্ম পরিত্যাগ করে হিন্দু সম্প্রদায়ের সাহা পরিবারের এক ছেলের সাথে বিয়ে করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাম মন্দির উদ্বোধন আমাদের কাছে একটা আস্থা , একটা বিশ্বাস --সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। অযোধ্যায় রামলালা দর্শনের জন্য যারা যাচ্ছেন তাদের জন্য রেল কর্তৃপক্ষ ভালো ব্যবস্থা করেছেন। এরপরেও কোন ত্রুটি, বিচ্যুতি দেখা দিলে আপনারা সবাই মোকাবেলা করবেন ভগবান রামের ছবি সামনে রেখে। ভগবান রামই আপনাদের সমস্যার সমাধান করে দেবে। #tripura #newstoday #banglanews #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow