TRIPURA: চিকিৎসার গাফিলতির কারণে যন্ত্রনায় ছটফট করতে করতে রোগীর মৃত্যু | U Bangla TV

TRIPURA: চিকিৎসার গাফিলতির কারণে যন্ত্রনায় ছটফট করতে করতে রোগীর মৃত্যু | U Bangla TV

Jul 29, 2023 - 17:54
 0  6

ফের একবার আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে ডাক্তার ও নার্সদের চিকিৎসার গাফিলতির কারণে আগরতলার জিবি জগৎপুর এলাকার পূর্ণেন্দু বিকাশ চক্রবর্তী নামে ৪২ বছরের এক রোগীর  মৃত্যর ঘটনাকে কেন্দ্র করে আগরতলা জিবিপি হাসপাতাল চত্ত্বরে রোগীর পরিজনরা উত্তেজনা দেখিয়েছে। পূর্ণেন্দু বিকাশ চক্রবর্তী নামে ৪২ বছরের মৃত ওই ব্যক্তিকে আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুক্রবার লিভারের সমস্যা নিয়ে।কিন্তু,মৃত রোগীর পরিবারের লোকজনদের  অভিযোগ, আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তার ও নার্স না থাকায় তাদের রোগী যন্ত্রনায় ছটফট করতে করতে মারা যায়। এই রোগী মৃত্যুর ঘটনায় আগরতলা জিবিপি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। মৃতের পরিজনরা আগরতলা জিবিপি হাসপাতাল চত্ত্বরে ভিড় জমাতেই ঘটনাস্থলে ছুঁটে আসে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা। মৃতের পরিজনরা জানিয়েছেন, আগরতলা জিবিপি হাসপাতালে প্রায় প্রতিদিন ডাক্তার ও নার্সদের চিকিৎসার গাফিলতির কারণে প্রচুর রোগী মারা যাচ্ছেন। রোগীর পরিজনদের সাথে অনেক সময় আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তার ও নার্সরা খারাপ ব্যবহার করেন বলে মৃতের পরিজনদের অভিযোগ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে মৃতের পরিজনরা দাবি তুলেছেন,আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তিনি যেন কঠোর পদক্ষেপ নেন। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow