South 24pgs : ঝুবড়িতে থাকা শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিল সবুজ সংঘ : U Bangla TV
South 24pgs : ঝুবড়িতে থাকা শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিল সবুজ সংঘ : U Bangla TV
রেল লাইনের পাশের ঝুবড়িতে থাকা শিশুদের লেখাপড়ার দায়িত্ব তুলে নিল সবুজ সংঘ। সবুজ সংঘ, তাঁর দীর্ঘ ৪৯ বছর কর্মযোগের মাধ্যমে, ২২শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, দক্ষিন ২৪ পরগনার বারুইপুর ব্লকের চাম্পাহাটিতে, সবুজ সংঘের শিশু শিক্ষা ও শিশু সুরক্ষা প্রকল্পে রেলওয়ে ট্রাক সংলগ্ন পার্শ্ববর্তী দরিদ্র ঝুপ্রি শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থার যে প্রকল্প, সেই প্রকল্পের নতুন সংযোজন হিসাবে শিশুদের শিক্ষা ও সুরক্ষার সুস্থ পরিবেশ প্রদানের লক্ষে আলোর দিশা স্কুলের নতুন গৃহের উৎঘাটন হয়। এই অনুষ্ঠানে দাতা সংগঠন - ইন্ডিয়ানহিলফে, জার্মানি প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এই প্রতিনিধিগনের মধ্যে অন্যতম ডঃ এলিযাবেথ বলেন তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত পশ্চিমবঙ্গে সুন্দরবন ও তাঁর সংলগ্ন এলাকায়ে এই দুস্থ শিশুদের শিক্ষা স্বাস্থ্য প্রদানের জন্য সবুজ সঙ্ঘএর মত সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে তাঁরা যে প্রকল্প রুপায়ন করছেন তাতে তাঁরা অত্যন্ত খুশি। তিনি আরও বলেন তারা যে সহযোগিতা করেছে তাঁর সঠিক ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর স্কুল গৃহ নির্মিত হয়েছে যা শিশুদের পাঠ দানের জন্য অত্যন্ত উপযুক্ত। তাঁরা আগামী কয়েকদিন সবুজ সংঘের বিভিন্ন কর্মযোগ্য পরিদর্শন করবেন ও মানুষের সঙ্গে সাক্ষাতের মাধ্যম দিয়ে তাঁদের অসুবিধার কথা জানার চেষ্টা করবেন এবং সেই মত তাঁরা বিভিন্ন নতুন নতুন প্রকল্প গ্রহনের মাধ্যমে তাঁদের সার্বিক উন্নয়নের চেষ্টা করবেন। সব শেষে তিনি সবুজ সংঘ ও সবুজ সংঘের সম্পাদক শ্রী অংশুমান দাস কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠনের সম্পাদক শ্রী অংশুমান দাস বলেন তাঁরা অত্যন্ত ভাগ্যবান যে ইন্ডিয়ানহিলফে- এর মত দাতা সংগঠনের সহায়তায় তাঁরা এই সমস্ত হত দরিদ্র শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করতে পেরেছেন। তাঁরা চান আগামিদিনে এই ২টি সংগঠন পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আরও বেশি করে মানুষের উন্নতি সাধন ঘটুক। #south24pargananews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?