Tripura : সরকারি ঘর পেলেও দরিদ্র এক উপজাতি পরিবার পাচ্ছে না সরকারি ঘরের টাকা : U Bangla TV

Tripura : সরকারি ঘর পেলেও দরিদ্র এক উপজাতি পরিবার পাচ্ছে না সরকারি ঘরের টাকা : U Bangla TV

Dec 27, 2023 - 16:54
 0  1

সরকারি ঘর পেলেও দরিদ্র এক উপজাতি পরিবার পাচ্ছে না সরকারি ঘরের টাকা! এক সংক্রান্তি গিয়ে আরেক সংক্রান্তি এলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর পেলেও প্রথম কিস্তি ৪৮ হাজার টাকার পর আর এক টাকাও পায়নি ত্রিপুরা মান্দাই আর. ডি. ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েত এলাকার উপজাতি বাসিন্দা ফোলা দেববর্মা। জানা যায়, মান্দাই আর.ডি. ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফোলা দেববর্মা ২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর পান , প্রথম কিস্তির টাকা ও পান, এবং সেই টাকা দিয়ে যতটুক ঘর করা সম্ভব করেছেন। এরপর এক বছর হতে গেলে ও সরকারি ঘরের টাকা আর এক টাকাও পাননি বলে জানিয়েছেন ফোলা দেববর্মা। তিন কন্যা, এক পুত্র সন্তান সহ মোট ৬ জনের সংসার নিয়ে ফোলা দেববর্মা বসবাস করছেন ছোট একটি ছনের ঘরে।বৃষ্টির দিনে ঘরের ভিতরের বিভিন্ন জায়গায় জল পড়ার কারণে ফোলা দেববর্মা উনার পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে থাকতে পারেন না। তাই অসহায় ফোলা দেববর্মা এডিসি প্রশাসন,স্থানীয় পঞ্চায়েত,জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিকট দোয়ারে-দোয়ারে ঘুরে ও কোনো সহযোগিতা না পেয়ে অবশেষে  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরলেন অসহায় ফোলা দেববর্মা। স্থানীয় প্রশাসনের পাশাপাশি এডিসি প্রশাসন এবং ত্রিপুরা সরকারের নিকট তিনি দাবি জানিয়েছেন, উনাকে সরকারি ঘরটি তোলার জন্য সাহায্য করার জন্য, অসহায় ফোলা দেববর্মা উনার ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্ট করে দিন যাপন করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow