Tripura : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১লা মার্চ : U Bangla TV
Tripura : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১লা মার্চ : U Bangla TV
ত্রিপুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১লা মার্চ!এবং ২ রা মার্চ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা!ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে মার্চ মাসের শুরুতেই।আগামী ১লা মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২রা মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়েই শুরু হবে প্রথম পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী ২রা মার্চ ইংরেজি, ৭ মার্চ বাংলা, ১২ মার্চ সোশ্যাল সায়েন্স,১৬ মার্চ সায়েন্স, ২১ মার্চ অংক,এবং ২৩ মার্চ ভোকেশনাল সাবজেক্ট। একইভাবে ১লা মার্চ ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ক্রমান্বয়ে এর রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে ৩০ শে মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হবে ৬৯ টি সেন্টারে ১৪৪ টি ভেনুতে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ৬টি সেন্টারে ৯৮টি ভেনুতে। আগরতলা স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সচিব ড: দুলাল দে'কে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সভাপতি ড: ধনঞ্জয় গণ চৌধুরী। গত বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৭৩০ জন। এবছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৫৩১ জন। গত বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮ হাজার ১২৫ জন। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬০৮ জন। ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থায় এক বছরে এত সংখ্যক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া অনেকটা নজীরবিহীন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?