Tripura : বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের কামাখ্যা মায়ের দর্শন : U Bangla TV
Tripura : বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের কামাখ্যা মায়ের দর্শন : U Bangla TV
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের কামাখ্যা মায়ের দর্শন!ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব উনার ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মায়ের দর্শনের উদ্যোগ নিলেন । সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় এবং গোমতী ত্রিপুরা জেলা অমরপুর থেকে মোট ৪৩ জন তীর্থযাত্রী গুয়াহাটি কামাখ্যা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন । বিশালগড়ে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং অমরপুরে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস । সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থ যাত্রীরা বিনা খরচে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য গুয়াহাটি কামরূপ-কামাখ্যা মায়ের মন্দির দর্শনে যাওয়ার জন্য সুযোগ পেয়ে সকল প্রবীণরা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব'কে ধন্যবাদ জানিয়েছেন। এই ব্যতিক্রমী সাধুবাদযোগ্য উদ্যোগের জন্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব'কে ধন্যবাদ জানান বিধায়ক রঞ্জিত দাস এবং বিধায়ক সুশান্ত দেব ও। মোট তিনটি বাসে করে তীর্থ যাত্রীরা গুয়াহাটি উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সাংসদ বিপ্লব কুমার দেবের অফিস সূত্রে খবর, আগামী দিনেও ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে তীর্থ যাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে । ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি সকল তীর্থ যাত্রীরা। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?