মে বিশ্ব তামাকমুক্ত দিবস।

মে বিশ্ব তামাকমুক্ত দিবস।

May 31, 2023 - 14:41
 0  2

ধূমপান এক নিঃশব্দ ঘাতক। শুধু যে ধূমপায়ী, তার জন্যই নয়। প্যাসিভ স্মোকারদের জন্যও নিঃশব্দে ধূমপান ডেকে আনে চরম বিপদ। শরীরের মারাত্মক ক্ষতি। তাই ধূমপান রোধে প্রতি বছর ৩১ মে দিনটি বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তামাক সেবনের সঙ্গে সম্পর্কিত বিপদ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই দিবসটি পালন করা হয়। দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের নেতিবাচক ফলাফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী তামাকের ব্যবহার হ্রাস করবে এমন আইন কার্যকর করা। সেই সংক্রান্ত নীতিকে সমর্থন করা।তামাক প্রতিবছর বিশ্বব্যাপী ৮০ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়, আবার ৮০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন করে।বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ও পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’।তামাক নয়, খাদ্য ফলন’ এই প্রতিপাদ্য নিয়ে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে দিবসটি উদযাপিত হবে।
#worldnotobaccoday #boycott #tobacco #savelife

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow