Tripura : রাজন্য আমলের নিয়ম নীতি মেনে শুরু হল সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খারচি পুজোর!
Tripura : রাজন্য আমলের নিয়ম নীতি মেনে শুরু হল সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খারচি পুজোর!
রাজন্য আমলের চিরাচরিত রীতিনীতি মেনে স্নানযাত্রার মধ্য দিয়ে পুরাতন আগরতলা খয়েরপুরস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে সোমবার থেকে শুরু হল সপ্তাহব্যাপী ত্রিপুরার ঐতিহ্যবাহী খারচি পুজো ও মেলার। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই চৌদ্দ জন দেবদেবী একসাথে পূজিত হন। ২৬২ বছর পেরিয়ে ২৬৩ বছরে পদার্পণ করল রাজন্য আমল থেকে শুরু হওয়া জাতি-জনজাতি মানুষদের মিলন উৎসব খারচি পুজো ও মেলার। আগামী সাতদিনব্যাপী রাজেন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী খারচি পুজো উপলক্ষ্যে প্রতিবছরই পুরাতন আগরতলা খয়েরপুরস্থিত এই চতুর্দশ দেবতা মন্দিরে এক বিশেষ মেলার আয়োজন করা হয়ে থাকে। আলোকসজ্জায় মাতিয়ে দেওয়া হয়েছে গোটা মন্দির চত্ত্বর সহ আশপাশের জায়গাগুলোকে। বছরব্যাপী গোটা রাজ্যের মানুষ অপেক্ষা করে থাকেন রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী এই খারচি পুজো ও মেলার জন্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সমাবেশ ঘটে ত্রিপুরার ঐতিহ্যবাহী এই খারচি পুজো ও মেলায়। রাজ্য, বহি:রাজ্য এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী এই খারচি পুজো ও মেলায়। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?