Tripura : নিহত ও আহত শিশুদের পাশে ত্রিপুরা সরকার

Tripura : নিহত ও আহত শিশুদের পাশে ত্রিপুরা সরকার

Jul 9, 2023 - 17:03
 0  2

গত‌ ২রা জুলাই রবিবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কাকড়াবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলঘাটি লালটিলা এলাকায় কয়েকজন শিশু বাড়ির উঠানে খেলছিল।আর এমন সময় হঠাৎ মাটির ধস ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজন শিশু দৌড়ে চলে আসতে পারলে ও দুইজন শিশু আসতে পারেনি। দু'জন শিশু মাটির ধসে পড়ে। অন্য শিশুরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজনরা ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা দেখতে পেয়ে কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা মাটির ধস থেকে শিশু সাজিতা আক্তার বয়স ৯ ও আনিসা আক্তার'কে কাকড়াবন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাজিতা আক্তারকে মৃত বলে জানান।আর উন্নত চিকিৎসার জন্য আরেক শিশু আনিসা আক্তারকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় সেদিন এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।খবর পেয়ে ঘটনার পরদিন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় নিহত শিশুটির বাড়িতে ছুটে যান এবং আহত শিশুটি'কে দেখার জন্য গোমতী জেলা হাসপাতালে যান। রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিহত শিশুটির পরিবারের হাতে চার লক্ষ টাকা ও আহত শিশুদের পরিবারের হাতে দশ হাজার টাকা আর্থিক সাহায্য ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে দিয়ে পাঠিয়েছেন।পাশে ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় ও এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ গোমতী ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক সহ দলীয় কর্মকর্তারা। #breakingnews #newstoday #tripura #tripuranews #newslive #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow