Tripura : নদীতে তলিয়ে গেল সাতটি গাড়ি!

Tripura : নদীতে তলিয়ে গেল সাতটি গাড়ি!

Jun 19, 2023 - 13:50
 0  5

শাসক দল বিজেপি কার্যকর্তার আর্তনাদ! জলে হাবুডুব খাচ্ছে শাসক দল বিজেপি কার্যকর্তার ঘর!ক্ষোভ উগরে দিলেন নেতার উপর! রবিবার দুপুরে ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে ঘন্টাখানেক টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল আগরতলা শহর। আগরতলা উজান অভয়নগর নেতাজি ক্লাবের পাশের নদীতে তলিয়ে গেল সাতটি গাড়ি। অতিবৃষ্টির কারণেই জলের স্রোতে সাতটি গাড়ি ভাসিয়ে নিয়ে গেল। এদিকে, জলমগ্ন ঘরে বিজেপি কার্যকর্তার আর্তচিৎকার!টাকা খেয়েছেন নেতা!আগরতলা পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকায় দুই বাড়িতে রবিবার ঘন্টাখানেকের টানা বৃষ্টিতে বৃষ্টির জল ঢুকে পড়ে। অসহায় অবস্থায় পরিবারের সদস্যরা চিৎকার করে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বিজেপি নেতার উপর। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow