Purba Medinipur : রথ নির্মাণ হলেও রথ যাত্রা আগামী বছর... | U Bangla TV
Purba Medinipur : রথ নির্মাণ হলেও রথ যাত্রা আগামী বছর... | U Bangla TV
দীঘার সৈকত সুন্দরীতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। দিঘার পালকে জুড়তে চলা নবরূপে সেজে ওঠা জগন্নাথ দেবের মন্দি র এই বছর রথ যাত্রার উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে না, হবে আগামী বছর। এখনো পর্যন্ত মন্দিরের কাজ কিছুটা বাকি রয়েছে।
পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গে দীঘায় জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব-উদ্দীপক মন্দির তৈরি হচ্ছে, যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে।
কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দীঘায় রথযাত্রা পালন হবে। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হবে দীঘার রথযাত্রা। সবাই সেখানে আমন্ত্রিত থাকবে। এই নূতন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের প্রকল্প।
বাঙ্গালীদের কাছে বরাবরই প্রিয় ডেস্টিনেশন হলো দীঘা সমুদ্র সৈকত। সেখানে এবার বাড়তি পাওনা হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যেই ঠাকুর চলে এলেও মূল মন্দিরের কাজ বাকি রয়েছে এখনো। ইতিমধ্যেই নতুন রথ নির্মাণের কাজও শেষের পথে।
What's Your Reaction?