Tripura : যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে আহ্বান ট্রাফিক পুলিশ সুপার ও ডিআইজির : U Bangla TV
Tripura : যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে আহ্বান ট্রাফিক পুলিশ সুপার ও ডিআইজির : U Bangla TV
ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে এগিয়ে আসার আহ্বান ট্রাফিক পুলিশ সুপার ও ডিআইজির! ত্রিপুরায় প্রায় প্রতিদিন যান সন্ত্রাসে মৃত্যু হচ্ছে একাংশ ব্যক্তির। যান দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না সাধারণ নিরীহ মানুষ পর্যন্ত। ত্রিপুরার একাংশ উশৃংখল যুবকরা মাথায় বিনা হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালানোর ফলে যান দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এবার ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ ও ট্রাফিক দপ্তর এবং আই সি আই সি আই লোম্বার্ড। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা পুলিশ ও ট্রাফিক দপ্তর এবং আই সি আই সি আই লোম্বার্ডের যৌথ উদ্যোগে যান দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে বিনামূল্যে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাংবাদিক সহ সকল মানুষের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা পুলিশের ট্রাফিক সুপার মানিক দাস ও ডিআইজি ত্রিপুরায় যান দুর্ঘটনা কমাতে সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন। এবং সবাই যাতে ট্রাফিক আইন মেনে চলেন এই আহ্বান রাখেন। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?