Tripura | এবার ডাক্তার নয় নার্সের গাফিলতিতে এক রোগী মৃত্যুমুখী | U Bangla TV

Tripura | এবার ডাক্তার নয় নার্সের গাফিলতিতে এক রোগী মৃত্যুমুখী | U Bangla TV

Oct 31, 2023 - 16:17
 0  3

 সংবাদে প্রকাশ, ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহর মহকুমার অধিন রাঙ্গাউটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের আজমত আলীর স্ত্রী রহিমা বেগম বুকে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে ২৫শে অক্টোবর রাত আনুমানিক এক ঘটিকার সময় মেডিসিন বিভাগে ভর্তি হন। ভর্তির পর অসুস্থ রহিমা বেগমের চিকিৎসা ঠিকঠাক চলছিল।কিন্তু, গত ২৬ শে অক্টোবর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে কিছু ঔষধ লিখে দিয়ে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন। আর এখানেই বাদে যত সব গন্ডগোল, উঠে আসে চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, অসুস্থ রহিমা বেগম হাসপাতালের মেডিসিন বিভাগে যে ওয়ার্ডে ভর্তি ছিলেন সেই ওয়ার্ডে বিষ পান করে আসক্ত হয়ে অসুস্থ একজন রোগী একই ওয়ার্ডে ভর্তি হন। এই বিষ পান করা রোগীকেও ডাক্তার ঔষধ লিখে দেন। এদিকে, হাসপাতালের কর্তব্যরত নার্স বেলা নাথ রহিমা বেগমের প্রেসক্রিপশন  অদল বদল করে নিজ কর্তব্যের দায়িত্ব দেখান। অন্যদিকে রহিমা বেগম প্রেসক্রিপশন নিয়ে ঔষধ ক্রয় করে বাড়িতে নিয়ে এসে সেই ঔষধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গ্রামের সহজ সরল  লেখাপড়া না জানা অসুস্থ রহিমা বেগমের পরিবার কিছু বুঝে উঠতে না পেরে অবস্থার বেগতিক দেখে  রহিমা বেগমকে পুনরায় ২৮শে অক্টোবর শনিবার ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। রহিমা বেগমের  পা সম্পূর্ণ অচল হয়ে গেছে। এবিষয়ে রহিমা বেগমের পরিবার হাসপাতালের ডাক্তারের সাথে যোগাযোগ করলে কর্তব্যরত ডাক্তার  বলেন, একথা কাউকে না বলার জন্য, রোগীর সমস্ত খরচ বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এবিষয়ে অভিযুক্ত নার্স বেলা নাথের বিরুদ্ধে রহিমা বেগম  এবং তার পরিবার লিখিত আকারে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, একজন অসুস্থ মানুষের প্রাণ বাঁচাতে পারে ডাক্তার এবং হাসপাতালের সেবিকা যদি এভাবে গাফিলতি করে তবে হাসপাতালের নার্সদের উপর থেকে আস্তা সরে যাবে সাধারণ জনতার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow