Siliguri : পরীক্ষার শেষ দিনে অকাল হোলিখেলায় মত্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা : U Bangla TV
Siliguri : পরীক্ষার শেষ দিনে অকাল হোলিখেলায় মত্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা : U Bangla TV
উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে হোলীর আগেই আবির খেলায় মেতে উঠল পরীক্ষার্থীরা। শেষদিনের পরীক্ষা ছিল গৃহ বিজ্ঞান ও ভুগোল । পরীক্ষা দিয়ে বের হতেই সমস্ত পরীক্ষার্থীদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। পাশাপাশি মনটাও অনেকের ভারাক্রান্ত হয়ে উঠল। স্কুল জীবনের আজই শেষ দিন। নম্বর বা ইচ্ছে অনুযায়ী একেক জন একেক কলেজ বা একেক বিভাগে ভর্তি হবে। হয়ত অনেক পুরোনো সহ পাঠিদের সঙ্গে সেভাবে আর দেখা হবে না। তাই অনেকের গলায় ছিল বিষাদের সুর। জীবনের এত বড় পরীক্ষার প্রস্তুতির জন্য দীর্ঘদিন শখ আহ্লাদ একপাশে সরিয়ে রেখে ছিল পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও। তাই বন্দী জীবনের রেশ কাটাতে অনেকে বাইরে বেড়ানোর পরিকল্পনাও করেছেন বলে জানালেন অভিভাবকেদের একাংশ। তবে সবচেয়ে বড় বিষয় প্রায় সকলেরই সমস্ত পরীক্ষা ভালো হয়েছে বলে জানা গিয়েছে। তাই ভালো ফলের আশা রয়েছে অধিকাংশের। পরীক্ষা শেষে আমোদ আহ্লাদে কিছুদিন কাটিয়ে তারপর শুরু হবে ফল প্রকাশের প্রহর গোনা। যদিও অনেক পড়ুয়ারা আবার জয়েন্ট পরীক্ষার জন্য প্রস্তুতিও শুরু করে দিতে তৎপর। #siliguri #siligurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?