Tripura : মন্দিরের স্বর্ণালংকার বিক্রি করে বাইক ক্রয় করল চোর : U Bangla TV
Tripura : মন্দিরের স্বর্ণালংকার বিক্রি করে বাইক ক্রয় করল চোর : U Bangla TV
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সূর্যমনিনগর রক্ষা কালী মায়ের মন্দিরে চুরির ঘটনায় উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর দক্ষিণ কদমতলা থেকে গ্রেফতার করা হয়েছে ফারুক মিয়া নামে আরেক অভিযুক্ত কুখ্যাত চোরকে। উল্লেখ্য, গত ২৮ শে অক্টোবর রাতে সূর্যমনিনগর রক্ষা কালী মায়ের মন্দিরে চোরের দল হানা দিয়ে কালী মায়ের স্বর্নের গহনা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় পুলিশ আগে অভিযুক্ত কুখ্যাত চোর সাগর নম: নজরুল ইসলাম, সাগর মজুমদার নামে তিন অভিযুক্ত কুখ্যাত চোরকে গ্রেফতার করে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলেছিল, বর্তমানে অভিযুক্ত তিন কুখ্যাত চোর জেল হাজতে রয়েছে। গত ১৬ তারিখ আগরতলা আমতলি থানার পুলিশ উত্তর ত্রিপুরা জেলা কদমতলা থেকে আরেক কুখ্যাত চোর ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে আনে। পুলিশ রিমান্ড শেষে পুলিশ আদালতে প্রেরণ করে অভিযুক্ত কুখ্যাত চোর ফারুক মিয়াকে। এবিষয়ে পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, এই চুরির ঘটনার সাথে আরও অভিযুক্ত কুখ্যাত চোর আছে, তাদেরকে ও শীঘ্রই পুলিশ গ্রেফতার করবে। তাছাড়া, অভিযুক্ত কুখ্যাত চোর ফারুক মিয়ার সঙ্গে দুইটি বাইক ও উদ্ধার করেছে পুলিশ। একটি বাইক কালী মায়ের স্বর্ন বিক্রি করে ক্রয় করেছিল অভিযুক্ত কুখ্যাত চোর ফারুক মিয়া। অপর বাইক দিয়ে চোররা এই চুরির ঘটনা সংগঠিত করতে আসত বলে জানিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমার কে । #tripura #tripuranews #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?