Tripura : বাজারে বিক্রি হচ্ছে কমলার বিনিময়ে কেনু, ক্ষোভ ক্রেতাদের : U Bangla TV
Tripura : বাজারে বিক্রি হচ্ছে কমলার বিনিময়ে কেনু, ক্ষোভ ক্রেতাদের : U Bangla TV
ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে কমলা ভেবে বাজার থেকে মানুষ কমলা কিনে নিয়ে দেখতে পাচ্ছে সেগুলো কমলা নয়, একেবারে তেল মাখানো কেনু। দেখতে হুবহু কমলার মতো। রাজস্থান এবং গঙ্গানগর থেকে সেগুলি আসছে আগরতলায়। কেনুর স্বাদ লোক্যাল কমলার মত নয়। তবে, ব্যবসায়ীরা বিক্রি করছে লোক্যাল কমলা বলে। মিজোরাম থেকে যে কমলা ত্রিপুরার বাজারগুলোতে আসছে, তার স্বাদ অনেকটাই লোক্যাল কমলার মত। কিন্তু, ত্রিপুরার কমলা বেশ কিছু বছর ধরেই পাওয়া যাচ্ছে না বাজারে। ত্রিপুরা জম্পুইজলার কমলা এখন ইতিহাস। জম্পুইজলার কমলা চাষীরা অধিক লাভের আশায় এখন সুপারি চাষে ঝুঁকেছে তাদের বাগানগুলিতে। মঙ্গলবার কমলা ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কমলা কিনতে আসা সাধারণ মানুষজন। #tripura #tripuranews #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?