Tripura: কুমারঘাটের মর্মান্তিক রথ দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে ডাক্তার মানিক সাহা
Tripura: কুমারঘাটের মর্মান্তিক রথ দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে ডাক্তার মানিক সাহা
বুধবার রাতে ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাটের উল্টো রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই হৃদয়স্পর্শী ঘটনায় বিদ্যুতপৃষ্ট হয়ে যেই সাতজন প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। পাশাপাশি, আহত ১৬ জনের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে ত্রিপুরা সরকার জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।এছাড়াও, আহতদের মধ্যে যাদের আঘাত ৬০ শতাংশের উপরে তাঁদেরকে আড়াই লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং ৪০ থেকে ৬০ শতাংশ আঘাতের ক্ষেত্রে ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ত্রিপুরা সরকার।
পাশাপাশি, জেলা শাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির দ্বারা এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিহতদের ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রাণগুলোকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু আগামীতে যেনো কোনোভাবেই কোথাও এধরণের হৃদয় বিদারক পরিস্থিতি না হয় তার জন্য সর্বোতভাবে সচেষ্ট থাকবে ত্রিপুরা সরকার জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা @ubanglatvofficial
What's Your Reaction?