Tripura : বিদ্যালয়ে শিক্ষার ব্যবসায়ীকরণ বন্ধ করতে ছাত্র আন্দোলন : U Bangla TV
Tripura : বিদ্যালয়ে শিক্ষার ব্যবসায়ীকরণ বন্ধ করতে ছাত্র আন্দোলন : U Bangla TV
ত্রিপুরায় বিদ্যাজ্যোতি স্কুলের নামে শিক্ষার ব্যাবসায়ীকরন বন্ধ করতে হবে! বললেন AIDSO এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য!AIDSO এর ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক মিছিল বের হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা রাজবাড়ির সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন AIDSO এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে বাতিল করতে হবে, ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়ে বিদ্যাজোতি স্কুলের নামে শিক্ষার ব্যবসায়ীকরণ বন্ধ করতে হবে, স্কুল, কলেজে স্থায়ী শিক্ষক, অধ্যক্ষ নিয়োগ করতে হবে। যদি অবিলম্বে তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামীদিনে AIDSO বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?