Tripura : বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে অল্পেতে রক্ষা : U Bangla TV
Tripura : বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে অল্পেতে রক্ষা : U Bangla TV
বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে অল্পেতে রক্ষা!
রাতের আঁধারে অল্পেতে প্রাণে রক্ষা পেল খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুর গ্রামে এক পরিবারের লোকজন। হুড় মুড়িয়ে খাটের উপর ভেঙে পড়লো মাটির ঘর। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংশ্লিষ্ট ওই গ্রামে বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা গ্রামবাসী। দিশেহারা হয়ে পড়েছেন গ্রামবাসীরা। রাত যখন ঠিক ১ টা, ঠিক তখনই বন্য দাঁতাল হাতির দল গ্রামের একটি বাড়িঘরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালিয়ে এক গরীব ব্যক্তির মাটির বসত ঘরে ভাঙচুর চালায়। খাটের উপর ভেঙে পড়লো মাটির বসত ঘরের দেওয়াল। অল্পেতে প্রাণে বাঁচলো পরিবারের মানুষজনরা। প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন খাটের তলায় আশ্রয় নিতে অবশেষে বাধ্য হলো। পরবর্তী সময়ে মাটির বসত ঘর থেকে বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য পরিবারের লোকজনদের শুরু হয় দৌরঝাপ। কনকনে শীতের রাতে কুম্ভকর্ণের মতো শীতঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা।
বুকফাটা আর্তনাদ নিয়ে আতঙ্কগ্রস্ত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের লোকজনরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
#tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?