Birbhum : নিম্নচাপের বৃষ্টির প্রভাবে দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ : U Bangla TV

Birbhum : নিম্নচাপের বৃষ্টির প্রভাবে দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ : U Bangla TV

Jan 18, 2024 - 14:30
 0  13

বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী মকর সংক্রান্তি মেলার আজ থেকে ভাঙ্গা মেলা শুরু। সরকারিভাবে জয়দেব মেলা ১৫ ১৬ ১৭ই জানুয়ারি ছিল কিন্তু আজ থেকে ভাঙ্গা মেলা শুরু হয়ে গেল। নিম্নচাপের প্রভাবে গতরাতে প্রচন্ড বৃষ্টির জন্য মেলার অস্থায়ী স্টল সহ জয়দেব কেন্দুলী স্থায়ী ব্যবসায়ী গনরা চিন্তায় ধুকছে। শীতের সময় প্রচন্ড বৃষ্টিপাতের জন্য স্টল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দোকানের বেচাকেনা একদমই নেই বললেই চলে, এমনটাই দাবি করেছেন দোকানদাররা। এমনকি বৃষ্টির জন্য মেলা রাস্তাঘাট সব কাদায় পরিণত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় জল জমে আছে। এতে করে মেলার যাত্রীদের বা দোকানদারদের দোকানের সামনে গিয়ে জিনিসপত্র কেনাবেচা করতে একটু অসুবিধা হচ্ছে বলে দাবি করছেন। তাই দোকানদার রা ভাবছেন আজ থেকে আগামী কয়েক দিন ভাঙ্গা মেলায় তাদের বেচাকেনা কেমন হবে।এমনটাও দাবি করছেন, গত তিনদিন জয়দেব কেন্দুলি মেলার প্রশাসনিক ব্যবস্থা,বিদ্যুৎ, পানীয় জল সবকিছুর ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল কিন্তু আজ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জয়দেব কেঁদুলী মেলা কমিটির পক্ষ থেকে যে কয়েকটা দিন বিদ্যুৎ দেওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে দেওয়া হয়েছে, এবং আজ সকাল সাতটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।দোকানদারদের দাবি আরো এক দুটো দিন যদি বিদ্যুৎ এক্সট্রা ভাবে দেওয়া হতো,তাহলে তাদের বেচাকেনা করতে খুবই সুবিধা হত এমনটাই দাবি করেছেন অস্থায়ী দোকানদাররা। #birbhum #birbhumnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow