Tripura : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুঃস্থ পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই প্রদান : U Bangla TV

Tripura : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুঃস্থ পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই প্রদান : U Bangla TV

Feb 16, 2024 - 13:47
 0  6

ত্রিপুরা স্বপ্ন পথের সহযোগিতায় তাদের অফিসগৃহে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুঃস্থ পরীক্ষার্থীদের মধ্যে সাজেশান বই প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাবার রোডের সদস্য বিপ্লব কর,গ্রামীন কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপার্সন পূর্নিমা রায়, বিধান শিশু উদ্যান গোমতী ত্রিপুরা জেলার কনভেনার দীপঙ্কর দেব , দক্ষিন ত্রিপুরা জেলার কনভেনার রতন চক্রবর্তী এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় সহ অন্যান্যরা। ত্রিপুরার ৮ টি জেলাতেই ৬ দিন ধরে চলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশান বই প্রদান অনুষ্ঠানের সমাপ্তি হলো। এই অনুষ্ঠানে আগরতলা শহরের অঙ্গনওয়ারী কর্মী, আশা কর্মী, রিক্সাচালক, অটোচালক ও টোটো চালকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে সাজেশান বই তুলে দেওয়া হয়। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার ও ধর্মনগর পুরান টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলার দুঃস্থ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশান বই বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ্য বিশ্ববন্ধু সেন, পুলিশ সুপার ভানুপদ চত্রবর্তী, সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় সহ অন্যান্যরা। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল ত্রিপুরাবাসী। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow