Tripura : প্রাক্তন মন্ত্রীর নামে মিথ্যে অপপ্রচার চলছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের : U Bangla TV
Tripura : প্রাক্তন মন্ত্রীর নামে মিথ্যে অপপ্রচার চলছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের : U Bangla TV
এবার মৃত ব্যক্তিকে নিয়ে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নামে মিথ্যে অপপ্রচার চলছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের! ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট পৌর পরিষদের অধীনে স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি মহাশ্মশান ঘাট। সেই মহাশ্মশান ঘাটে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ নিয়ে এসে সৎকার করা হয় । সেই মহাশ্মশান ঘাটকে উন্নত মানের রূপ দেওয়ার জন্য গত ১১ জানুয়ারি ১ কোটি টাকার অধিক ব্যয়ে ইলেকট্রিক্যাল চুল্লির ব্যবস্থা করা হয়। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের অনুপ্রেরণায় সেই বৈদ্যুতিক চুল্লিটির ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও কুমারঘাটে সেই মহাশ্মশান ঘাটটি'র চুল্লি ,রাস্তা এবং সেড ঘরের পুনরায় নির্মাণের জন্য একটি টেন্ডার পান কুমারঘাটের এক বাসিন্দা। সেই মোতাবেক ১০ থেকে ১৫ দিন থেকে শুরু হয় সেই মহাশ্মশান ঘাটের কাজ |পুনরায় তৈরি করা হয় চুল্লি, সেড ঘর এবং রাস্তাটি ভেঙ্গে নতুন রাস্তার কাজ। কিন্তু, গত কিছুদিন পূর্বে ত্রিপুরার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের দৌলতে মরেও শান্তি নেই মৃত ব্যক্তির। স্বর্গরথ পৌঁছাচ্ছে না মহা শ্মশানে |সেই সংবাদ মিথ্যে, এবং প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নাম বদনাম করার জন্য অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি কর্মীরা। সেই প্রতিবাদে সেই মহাশ্মশান ঘাট পরিদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা । #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?