Tripura : ককবরক ভাষার দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ : U Bangla TV
Tripura : ককবরক ভাষার দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ : U Bangla TV
রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের বিক্ষোভ! ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী! সামনেই ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমন অবস্থায় ত্রিপুরার জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় উত্তরপত্র লেখার দাবিতে গত কয়েকদিন ধরেই লাগাতর চলছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্দোলন।তাদের অভিযোগ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড: ধনঞ্জয় গন চৌধুরী সম্প্রতি ঘোষণা করেছেন রোমান স্ক্রিপ্টে নয়, বাংলা হরফেই ককবরক ভাষায় উত্তর পত্র লিখতে হবে জনজাতি ছাত্র-ছাত্রীদের। নতুবা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির এধরনের বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়ে এবার রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলো তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা গোর্খাবস্তি স্থিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি'কে হুঁশিয়ারি দিয়েছেন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?